Behula song lyrics by Band sunno
BEHULA(বেহুলা) song Lyrics
by
Band SUNNO
Behula is the latest and best Bengali Song Sung by Shunno Bangla Band . Music Composed by Shunno. Behula Lyrics In Bengali Written by Tanvir Chowdhury and Song Programming Arrangements, Mixing and Mastering By Tanvir Chowdhury.
- Song: Behula
- Tune & Composition: Shunno
- Vocal: Emil
- Bass: Michael
- Drums: Labib
- Guitar: Ishmam
- Lyrics: Tanvir Chowdhury
- Produced by: Shaker Raza Behula Song Lyrics In Bengali :ভাগ্য আমায় ছোবল মারেরক্তে বিষের জ্বালা,তুমি আমার আঁধার রাতেএকশ তারার মালা।তোমার আমার এই কাহিনীহাজার বছর ধরে,ভালোবাসার গান শোনাবেপ্রাচিন কোনো সুরে।ও বেহুলা ..আমি মরলে আমায় নিয়েভাসাইও ভেলা।।ছাইড়া গেল স্বজন সুজনতুমি তবু পাশে,তোমার মতন এমন করেআর কে ভালোবাসে।তোমার কায়া বড় মায়াবটের ছায়া চোখে,আগলে রাখো বন্ধু আমায়এই দুনিয়া থেকে।ও বেহুলা ..আমি মরলে আমায় নিয়েভাসাইও ভেলা।।কালোমেঘে ডুবলো আকাশবজ্র হানাহানি,আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি,কালোমেঘে ডুবলো আকাশবজ্র হানাহানি,আকাশ জানে তোমায় ভালোবাসি কতখানি।ও বেহুলা ..আমি মরলে আমায় নিয়েভাসাইও ভেলা।।বেহুলা লিরিক্স - শূন্য ব্যান্ড :Bhaggo amay chobol mareRokte bisher jwalaTumi amar andhar raateEksho tarar malaTomar amar ei kahiniHajar bochor dhoreBhalobashar gaan shonaboPrachin kono sureO behula ami morle amar niyeBhasaiyo bhela
More Sons Lyrics:Amito Noi Beiman Song Lyrics In Bengali By Shiekh Sadi & Pothik Uzzal
No comments