Ayna Song Lyrics (আয়না) Tanveer Evan Bangla Song
Ayna Song Lyrics
By
Tanveer Evan
Ayna Song is the latest Bengali Song Sung by Tanveer Evan. MUsic Composed by Piran khan And Tomar Chole Jaowa Bodle Diyeche Amake Lyrics In Bengali Written by Asif sohan.
- Song : Ayna
- Singer : Tanveer Evan
- Lyrics : Asif sohan
- Music Composer : Piran khan
Ayna Song Lyrics In Bengali :
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনোও
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে ও স্বপ্ন
মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
অহেতুক তুমি ছুটেছো
মিঠি স্বস্তি খুঁজেছো,
তোমার আমার ব্যবধান
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো
চোখ কী বলে,
ঠোঁটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনোও
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে ও স্বপ্ন
মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে
বদলে দিয়েছে পুরোটা আমাকে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে।
চাইলে তুমি পারতে
একটু আস্হা রাখতে
আমি ঠিকই, সব গুছিয়ে নিতাম।
তুমি বিশ্বাস রাখোনি
চলে গেছো সুখের মোহে,
আমার কান্না পায়ে মাড়িয়ে।
হারিয়ে, হারিয়ে
গেছো ঐ সুদূরে,
হারিয়ে, হারিয়ে
গেছো কোন সুদূরে।
অহেতুক তুমি ছুটেছো
মিঠি স্বস্তি খুঁজেছো,
তোমার আমার ব্যবধান
এখনো সর্বোচ্চ।
আয়নায় চেয়ে দেখো
চোখ কী বলে,
ঠোঁটে হাসি নেই তোমার
আমি আজ নেই বলে।
বিষাদের দুপুর
গড়িয়ে সন্ধ্যা নেমেছে,
চাঁদ নামেনি এখনোও
প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।
ইচ্ছে ও স্বপ্ন
মিশে গেছে আঁধারে,
তোমার চলে যাওয়া
বদলে দিয়েছে আমাকে, আমাকে।
আয়না লিরিক্স – তানভীর ইভান :
Bishader dupure
Goriye sondhya nemeche
Chand nameni ekhono
Pranheen sondhya tara futeche
Ichhe o shopno
Mishe geche andhare
Tomar chole jaowa
Bodle diyeche amake
Ohetuk tumi chutecho
Mithi swasti khujecho
Tomar amar bebodhan
Ekhono sorbochho
Aaynay cheye dekho
Chokh ki bole
Thonte hasi nei tomar
Ami aaj nei bole
more lyrics:
No comments