চাইতে পারো [Chaite Paro] - অর্থহীন

Chaite Paro [চাইতে পারো] Bangla Lyrics

By
AURTHOHIN

 Chaite Paro[চাইতে পারো]Song Lyrics By AURTHOHIN:

Chaite Paro(চাইতে পারো) song is a famous Bangla Band Song Which is Represent Bangladeshi Band song as well The song is by AURTHOHIN. The song is sung by BessBaba Sumon Lyrics is also written by BessBba Sumon


  • Song Name: Chaite paro(চাইতে পারো)
  • vocalist: BessBaba Sumon
  • Band: AURTHOHIN
  • Album:Osomapto 1(অসমাপ্ত ১)
 Chaite Paro Song Lyrics By AURTHOHIN:[চাইতে পারো]

চাইতে পারো আবার সেই জোছনা

ঘরের সিলিং এ সন্ধাতারাটা
চাইতে পারো সারা রাত আর সারা দিন
হবে না যে কখনো আর লোডশেডিং।
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবো না যেখানে তোমায় আর অপমান।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং অ্যালবাম ছাড়তে
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে।
চাইতেই পারো তুমি হয়ে যেতে
আজকে এফ এম চ্যানেলের হিট কোন আরজে..
চাইতেই পারো নতুন এক ডিও স্প্রে
মনের দূর্গন্ধটা দূর করতে।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।

চাইতে পারো লিরিক্স-AURTHOHIN:Chaite Paro Song Lyrics

Chaite paro abar sei josona
Ghorer Silingea Sondha Tarata
Chaite paro sra tar r sara din 
Hobe na je kokhono r loadsheding
Chaite paro amar Ghare pa rekhe
Akash ta soar shopno dekhte 
Chaite paro sunte notun ek gan 
Korbo na jekhane r tomay Opoman

Ek mutho golap r oi nil akash
Akasher oi Chad othoba ai rat
Kanna veja chokh othoba mishty hasi
Jotoi dekhao amake pabena kisui tumi

Tomar jonno noy amar kono kisui
Bolesilam onek Agai vule gaso ki


                             
           

No comments

Powered by Blogger.