Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) By Aurthohin Lyrics
Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) Lyrics
By
Aurthohin
Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) is a popular Bangali Band song by Bangladeshi popular Band Aurthohin .music composed by Bassbaba Sumon .Album Aushomapto 1
Song Name : Chera Shopno (ছেঁড়া স্বপ্ন)
Singer : Bassbaba - Sumon
Composer : Bassbaba - Sumon
Artist : Aurthohin
Album : Aushomapto 1
Chera Shopno (ছেঁড়া স্বপ্ন) Lyrics:
পারবে আমায় এনে দিতে একটুকরো চাঁদের মাটি
কিংবা হিমালয়ের চুড়ার একটুখানি বরফ
নীল আকাশের ভেসে যাওয়া একটুকরো সাদা মেঘ
কিংবা আধাঁর রাতে তারার লেখা একটি হরফ
পারবে দিতে নিকষ কালো অন্ধকারে সূর্যালোক
কিংবা দিতে নতুন একটি আমার সোনার বাংলাদেশ
মরূভুমির মাঝে কোন বিশাল এক নীল সাগর
কিংবা বলবে কোথায় ঐ দূর আকাশের শেষ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া, অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল, অন্য রকম অনুরোধ
পারবে দিতে সেগোভিয়ার মিষ্টি ঐ হাত দুটো
কিংবা সত্যজিতের লেখা নতুন কোন এক গল্প
পারবে দিতে পিকাসোর হাতে লেখা সিম্ফনী
কিংবা মোজার্টের আঁকা কোন ছবির রংতুলি
পারবে দেখাতে আমায় ব্যার্থতার ব্যর্থ মুখ
নিঃস্ব কোন মানুষের শেষযাত্রায় হাসিমুখ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ
চাওয়া গুলো আমার আজ অদ্ভুত এলোমেলো
বাস্তবতার নেই যে ছোয়া অকেজো এক ঝাপসা বোধ
তবুও আমার শেওলা ধরা প্রায় ছেড়া এই মনটা তে
করছে কেউ আবল তাবোল অন্য রকম অনুরোধ
চাইব শুধু দুটো জিনিশ যদি তুমি পার দিতে
চুপিসারে রেখে যেও যখন আমি ঘুমিয়ে
পারবে আমায় ফিরিয়ে দিতে রুপক নামের গানটারে
আর আমার গানের গলা, যা গেছে কাল হারিয়ে।
ছেঁড়া স্বপ্ন লিরিক্স:By অর্থহীন
parbe amay ane dita ektukro chader mati
kingba himaloy churar aktukhani borof
nil akase veshe jaoa ek tukro shada megh
kingba adhar rate tarar lekha akti horof
parbe dita nikosh kalo ondhokare surjalok
kingba dita notun ekti amar sonar Bangladesh
moruvumir majhe kono bishal ek nil shagor
kingba bolbe kothay oi dur akasher shes
choagulo amar aj odvut alomelo
bastobotar nai j choa okejo ek jhapsa bodh
No comments