Confusion Song Lyrics by Bangla Five (Tomay ami Chinina abar Bodhoy Chini)

 Confusion Song Lyrics 

By
Bangla Five

 

Confusion Song Lyrics by Bnagla Five:Tomay ami Chinina abar Bodhoy Chini Lyrics

Confusion(কনফিউশন) song is a band song by Bangla Band Bangla Five The song Sung by Sina Hasan Vocalist of Bangla Five Band .Tomay ami Chinina abar Bodhoy Chini Bangla Lyrics Written by Sina Hasan

  • Song: Confusion(কনফিউশন) Tomay ami Chinina abar Bodhoy Chini 
  • Lyric, tune, vocal: Sina Hasan
  • Guitar: Anik
  • Bass: Rafin
  • Drums: Mehedi
  • Sound: Anik Ahammed and Mahmud
  • Studio Butter and Bangla Dhol

Tomay ami Chinina abar Bodhoy Chini Song Lyrics in Bangla:কনফিউশন লিরিক্স

এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি
আসলে কি করেছি
তোমায় আমি চিনি না,,
 আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না ,,
আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না,, 
আবার বোধ হয় চিনি
তোমায় আমি চিনি না,, 
আবার বোধ হয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি, হায়
আসলে কি বেসেছি
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি
তোমায় ভালোবাসি না আবার বোধ হয় বাসি
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা
দলে দলে ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল
কেমনে কেমনে কেমনে সব এক হয়ে যায়
সুখদুঃখ কষ্টের পাহাড়ের ঝর্ণার মতো বয়ে,, চলা মানুষদের..
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না
আমি ডাকি না, নাকি ডাকি
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না
আমি চিনি না, নাকি চিনি
কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি
কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি
কাউকে ভালোবাসি না আবার বোধহয় বাসি
কাউকে আমি ডাকি না আবার বোধহয় ডাকি
কাউকে আমি ডাকি না আবার বোধহয় ডাকি
কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি
কাউকে আমি চিনি না আবার বোধহয় চিনি


তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি লিরিক্স ঃ

ei chena shohor chena shomoy
Shomoy gorale ochenao hoy
ei tomak nia ami vabci
tomay onak chena felesi
Ashole ki koresi
Tomay ami Chinina abar Bodhoy Chini
Tomay ami Chinina abar Bodhoy Chini
Tomay ami Chinina abar Bodhoy Chini
Tomay ami Chinina abar Bodhoy Chini
Ei valobasha dilam tomay
kintu ekta kintu thekey jay


 

MORE SONG LYRICS:

 Amar protichobi (আমার প্রতিচ্ছবি) Lyrics by AURTHOHIN

Behula song lyrics by Band sunno

No comments

Powered by Blogger.