Ekdin song Lyrics-Niharika Nath | Anurag Chatterjee।(একদিন)
Ekdin song Lyrics(একদিন)
ByNiharika Nath and Anurag Chatterjee
Ekdin Lyrics Song Lyrics by Niharika Nath And Anurag Chatterjee: একদিন লিরিক্স
Ekdin (একদিন) is a new Song which is Sung by Niharika Nath And Anurag Chatterjee. Music Composed by And Ekdin Bengali Lyrics Written by Anurag Chatterjee. Song editAnd Master by Arghya Ghosh.
- Song : Ekdin
- Vocal : Niharika Nath & Anurag Chatterjee
- Music & Lyrics : Anurag Chatterjee
- Music Production : Jakiruddin Khan
- Additional arrangement : Arnab Chawdhury
- Guitars : Jakiruddin Khan
- DOP & Cinematography : Sayan Sarkar
- Edit & CC : Sayan Sarkar
- Video Production : Sopno Entertainment
Ekdin Song Lyrics In Bengali : একদিন লিরিক্স
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে
তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে
না বলা কিছু কথা বলবো যে তোকে
ইশারায়
চলে যাবো বহুদূর
তোর সাথে অচেনা ঠিকানায়
থাকবো দুজনে প্রেমের শহরে
একসাথে প্রেমের সাহারায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে
তোর চোখে একদিন
ডুবে যাবো আমি ভালোবাসায়
তোর হাতে সেইদিন
রাখবো এই হাত ভরসায়
ভাসবো সেইদিন স্বপ্নের তরীতে
যাবো পৌঁছে প্রেমের কিনারায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে
তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে
একদিন লিরিক্স-নিহারিকা নাথ ও অনুরাগ চ্যাটার্জি :Ekdin Song Lyrics
Ekdin tor songge hete jabo
onek dure
Ekdin chena potheo poth harabo
Tor haat dhore
Tui aar ami dujone aar keu noy
Hariye jabo emon ek thikanay
Na bola kichu kotha
bolbo je toke isharay
Chole jabo bohudure
Tor sathe ochena thikanay
More Song Lyrics: Amar Dehokhan Lyrics by Odd Signature
No comments