Shakkhi Song Lyrics| সাক্ষী | High Way |

 Shakkhi Song Lyrics(সাক্ষী)

By
High Way

Shakkhi song Lyrics by High Way(সাক্ষী)


Shakkhi (সাক্ষী) is a latest band song by Band High Way the song is sung by Hasan Akhtar who is vocalist of High way band Bangla song lyrics is written by Hasan Akhtar .

  • Band :Highway
  • Song :Shakkhi (সাক্ষী)
  • Ishmam Intesar - Guitars, keys, Bass,
  • Samuel Adhikary - Drums
  • Nistar Nadvi - Bass
  • Samin Yasar - Guitars
  • Hasan Aether - Vocals, Lyrics, Tune, Guitar

Shakkhi song Lyrics by High Way:সাক্ষী লিরিক্স

কত তারা ঝরে যায়
কে রাখে কার খবর
এই অদ্ভুত পৃথিবী
কেও কারোর নয়
কত রক্তে বিষ মিশে যায়
কি সেই নির্মম আঘাতে
থাকে দেয়ালের ওপাশে বন্দি
নাই কোন সাক্ষী নাই
এত আপন ভাবস যাকে
সেও নিচ্ছেনাতো খবর
প্রতিদিন ফাঁসিতে ঝুলছে
জিবন্ত লাশ তোমার
আজ নির্বাক তাকিয়ে তুমি
কবে আসবে চোখে ঘুম
তুমি ফিরে পেতে চাও না কিছু
জেগে থেকে লাভ কি র
আঁধারে
অবহেলায়
অবলীলায়
ধিক্কার দেয়ালে বন্ধি
সান্তনা নেই প্রার্থনার
আজ নিঃশেষ হবার
নেই কোন সাক্ষী নেই
চেয়ে দেখো বন্ধু তুমি একা নও
যত সস্তা পিছুটান তুমি ঝেরে ফেলে দাও
জেগে ওঠো উচ্ছাসে
আর কোন আশা নয়
দেখো কুয়াশায় ঝরছে দেহ
জানালা খুলে দাও

সাক্ষী লিরিক্স-high way :Shakkhi song Lyrics by high way

koto tara jhore jay
ke rakhe kar khobor
Ei odvut prithibi
kwe karo noy
koto rokta bish mishe jay
ki shei nirmom aghat
thake deyaler opase bondi
Nai kono shakkhi nai
Eto Apon vebeso jake
seo nissenato khobor
pritidiner fashite jhulse
jibonto lash tomar




No comments

Powered by Blogger.