Manush Bhalo Nei Song Lyrics by Anupam Roy & Cizzy (মানুষ ভালো নেই)

 Manush Bhalo Nei Song Lyrics (মানুষ ভালো নেই)

By
Anupam Roy & Cizzy



Manush Bhalo Nei Bangla Song with Lyrics by Anupam Roy & Cizzy: (মানুষ ভালো নেই লিরিক্স)



Manush Bhalo Nei Bangla Song with Lyrics by Anupam Roy & Cizzy: (মানুষ ভালো নেই লিরিক্স)


Manush Bhalo Nei (মানুষ ভালো নেই) Song Is new bangla song Which is Sung by Anupam Roy And Rap by Cizzy. Casting : Anirban Bhattacharyya. Song Mix , master and editing by Shomi Chatterjee.. Bangla Song Lyrics Manush Valo Nei Written by Anupam Roy And Bangla Rap Lyrics Written by Cizzy.

  • Song : Manush Bhalo Nei
  • Lyrics, music, vocals : Anupam Roy
  • Rap lyrics and vocals : Cizzy 
  • Arrangement and programming : Anupam Roy
  • Chorus vocals : Satadal Chatterjee, 
  • Saurav Chatterjee, Tushar Debnath
  • Directed, Screenplay & DOP : Souradeepta Chowdhury
  • Cinematographer : Arnab Ganguly
  • Edit, DI & Colourist : Souradeepta Chowdhury
  • Production designed by : Eventmas



Manush Bhalo Nei Bangla Song Lyrics :  (মানুষ ভালো নেই লিরিক্স) 

ওষুধের দোকানের সামনে লাইন
মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই
শরীর না মন নাকি দুটোই খারাপ
আমরা যে কে সেই, মানুষ ভালো নেই

ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা
পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়
ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা
পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়

এভাবেই কাটছে দিন
এভাবেই কাটছে মাসের পর মাস
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ
মাড়িয়ে এগিয়ে যাই

Rap Lyrics,,

আশা করি দেখা হবে
যেদিন খুব ভিড় বাজারেও 
মনে মনে তুমি একা হবে
ফিরতি বাস টায় ধস্তাধস্তি চলে রাতদিন
তাও চায়ের সাথে পাউরুটি স্যাঁকা হবে
খেলা হবে, মেলা হবে আবার
মানুষের সাথে রোজ দেখা হবে আবার
না! কোত্থাও তাড়া নেই যাবার
যখন থাকবে মাথা গোঁজার ঠাঁই
দু'মুঠো খাবার
কবে যে আসবে একদিন
কেটে যেতে পারে সব যত্ত শেড সিন
ভালো না থাকার পেয়ে গেলে ভেক্সিন
বৃষ্টি নামলে হবো আমি চ্যাপলিন
যাতে ভিজে গেলে কেউ কাঁদছি 
সেটা না বোঝে
কেউ ভালো নেই, হাসার কারণ খোঁজে
সহ্য কাঁহাতক করব সব মুখ বুজে
গরম ভাত থালায় পেয়ে, শান্তিতে বোজে
চোখ দুটো, সব সয়ে যায়
ভাঙা রাস্তাটা ভাঙাই তো রয়ে যায়
দিবানিশি ওষুধের শিশি হয়ে যায়
শেষ, হয়ে যায় অভ্যেস
বাবা বলতো চাই সব হাতে কাজ
এখন পার্টি পলেতিক্স মানে কেনা বেচা চলে
আর আমরা তো ফেঁসে গেছি ভোটে দেওয়া কাজ
আর তার সাথে EMI এর জাঁতাকলে
তাই ভালো নেই কেউ
ডোবার আগে শেষ চেষ্টাকে আদর 
করে যে ঢেউ
জানে সেও
ডুবসাঁতার আমি কাটি প্রাণপণ
তাও রোজই তো হারিয়ে যায় খেই
এভাবেই কাটছে যে দিন এই
দিনের শেষে চারদিকে একঘেয়ে সেই
পৃথিবীতে মানুষ ভালো নেই
আজ কেউ ভালো নেই

নতুন মোড়কে বেচা খাড়া, বড়ি, থোড়
মানুষ ভালো নেই, হ্যাঁ মানুষ ভালো নেই
এত বাজে বকে ওরা সব্বাই বোর্ড
এরা লোক ঠকাবেই, মানুষ ভালো নেই

চক্ষুলজ্জা, অস্থিমজ্জা সব শেষ
মিথ্যে বলছে, বিক্রি হচ্ছে এই দেশ
 
এভাবেই কাটছে দিন
আর এভাবেই কাটছে মাসের পর মাস
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ
মাড়িয়ে এগিয়ে যাই 

তবু ভালো থেকো, তাও ভালো থেকো


মানুষ ভালো নেই লিরিক্স- Anupam Roy & Cizzy : Manush Bhalo Nei Bangla Song Lyrics

Oshudher dokaner samne line
Manus valo nei, manus valo nei
Shorir na mon naki dutoi kharap
Amra je ke sei manush valo nei
Ebhabei katche din
Evabei katche maser por mas
Gacher obhab kkhub
Agachay bhorche amar charpash
Mariye egiye jai

Rap Lyrics,,,

Asha kori dekha hobe,
Jedin khub vir bajareo
Mone mone tumi eka hobe
firti bustao dhosta dhosti chole rat din
Tao chaer sathe pauruti sheka hobe
Khela hobe mela hobe abar
maniser sathe roj dekha hobe abar
Na kothao tara nei jabar
Jokhon Thakbe matha gojar thai 
duu mutho khabar
Kobe j asbe ek din 
Kete jabe jotto sed scene
Valo na thakar peya gelo vaccine
Beisty namle hobo ami cheplin



More Bangla Song Lyrics:

No comments

Powered by Blogger.