Sesh Gaan [শেষ গান] - অর্থহীন।AURTHOHIN
Sesh Gaan [শেষ গান]Lyrics - AURTHOHIN
BYAURTHOHIN
Sesh Gaan [শেষ গান] Lyrics- AURTHOHIN:
Sesh gaan [শেষ গান]is a very popular Bangladeshi Band song by Band AURTHOHIN Which is sung by BessBaba Sumon.It Is a very heart touching song.
- Song Name : Sesh Gaan[শেষ গান]
- Singer:BessBaba Sumon
- Band:AURTHOHIN
Sesh Gaan Bangla Lyrics - AURTHOHIN :[শেষ গান]
যাচ্ছে আমার সব হারিয়ে একটু একটু করে
পলক ফেলতে ভয় লাগে আজ আমার এই চোখে,
তোমায় নিয়ে নতুন একটি গান লিখতে বসে
তাকিয়ে দেখি নেই যে তুমি গান টা লেখার শেষে।
যাচ্ছে আমার সব মিলিয়ে একটু একটু করে
রাতের ঘুম গানের গলা যাচ্ছে যেন মরে।
হাসতে গেলে এখন আমার পানি আসে চোখে
কখন জানি হঠাৎ আবার চোখের রক্ত ঝরে।
সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
তাই এখন চাঁদের ভেতর চঁন্দ্রবিন্দু আঁকি,
নীল চোখে সুঁই ফুটিয়ে লাল ছবি আঁকি।
চিন্তাগুলো আমার কেমন যেন এলোমেলো
সুত্ত্রগুলো উল্টো করে ভুল অঙ্ক কষি।
যখন আমি থাকবনা আর যেয় আমায় ভুলে,
হয়তো ঘড়ির কাঁটার মত আসব আমি ফিরে।
জানি বলছি আবোল তাবো্ল উল্টো পাল্টা কথা
তবুও কেনো যাচ্ছে না যে মনের চাপা ব্যথা।
সৃস্টি হবে অন্যরকম একটি গল্প আজ
আলোর নিচে সাজবো আমি অন্ধকারের সাজ,
দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি,
হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
হারিয়ে গেছি আমি…
আমার এই শেষ গানটার শেষ অধ্যায়
যদি বলি একটি কথা পারবে কি শুনতে,
আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা,
গেত গান এই মানুষটা খুব মন্দ না।
শেষ গান বাংলা লিরিক্স -অরথহিনঃ Sesh Gaan Bangla Lyrics
Jasse amar sob haria Aktu Aktu kore
polok felta voy lage aj amar ai chokha
Tomay nia notun ekti gan likhte bose
Takia dekhi nai j tmi gaanti lekhar seshe
Jasse amar sob melya aktu aktu kore
Rater ghum gaaner gola jasse jeno more
Hasrte galay akhon amar pani ase chokhe
Kokhon jani hothat abar chokher rokte jhore
More Lyrics:Behula song lyrics by Band sunno
No comments