Boyosh [বয়স] Lyrics In Bangla-Aurthohin
Boyosh [বয়স] Lyrics In Bangla
By AURTHOHIN
Boyosh [বয়স] Lyrics In Bangla:AURTHOHIN(অর্থহীন)
Boyos [বয়স] Is a famous Bangla Band Song By AURTHOHIN The Song is sung by BessBaba Sumon
Lyrics is written by BessBaba Sumon
- Song Name:Boyosh [বয়স]
- Vocalist:BessBaba Sumon
- Band:AURTHOHIN
Boyosh [বয়স] Lyrics In Bangla:AURTHOHIN(অর্থহীন):
বয়স তোমার শৈশব ছেলে
সুন্দর এই সকাল
ধুলোয় তোমার বালুর রাজ্য
ভুল শব্দ গান।
পকেটে তোমার ভাংতি পয়সা
মনের ইচ্ছা লজেন্স
তোমার জীবন মিষ্টি বড়
স্বপ্ন আজব দেশ।
বয়স তোমার কৈশর ছেলে
ছায়া তোমার বিকাল
আকাশ তোমার ঘুড়ির রাজ্য
চেনা সুর গান।
পাঁচ তোমার ছেঁড়া টাকা
হাফ প্লেট ঝাল।
তোমার জীবন টকে ভরা
চিঠি নীল লাল।
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গানে
ফিরে ফিরে আসি।
বয়স তোমার যৌবন ছেলে
গভীর তোমার রাত
অচেনা তোমার রাজ্য
অর্থহীন গান।
দু’ হাত তোমার তোমার ভীষণ খালি
নোনতা বিস্কুট চা
তোমার জীবন এলোমেলো
মিথ্যে আশায় গড়া।
তোমার সাথে বালুর রাজ্য
তোমার সাথে ঘুড়ি
তোমার সাথে চেনা সুর
তোমার সাথে চিঠি
তোমার কাছে গল্প বলা
তোমার কাছেই শুনি
তোমায় নিয়ে লেখা গান
ফিরে ফিরে আসি।
তোমায় আমি চিনি ছেলে
অনেকে দিনের চেনা
তোমার সাথে শেষ রাত্রি
আর হবে না দেখা।
বয়স লিরিক্স-অর্থহিনঃ Boyosh Lyrics In Bangla[বয়স]-AURTHOHIN
Boyosh tomar soisob cele
sundor ai sokal
Dhuloy tomar balur rajjo
Vul sobdo gaan
poketa tomar vangti poysha
Moner issa Logence
Tomar jibon Mishty boro
Shopno Ajob desh
Boyosh Tomar koisor cele
Saya tomar bikel
Akash tomar ghurir rajjo
Chena sur gaan
panch tomar cera taka
Half plate jhal
Tomar jibon Toke vora
Chithi nil lal
Tomar shathe balur rajjo
Tomar sathe ghuri
Tomar sathe chena sur
Tomar sathe chithi
Tomar kase golpo bola
Tomar kasei suni
Tomay nia lekha gaan
Fere fere asi
More Song Lyrics:Sesh Gaan [শেষ গান] - অর্থহীন।AURTHOHIN
No comments